Logo

আন্তর্জাতিক    >>   গাজার হাসপাতালে বর্বর হামলা

গাজার হাসপাতালে বর্বর হামলা

গাজার হাসপাতালে বর্বর হামলা

ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় ধ্বংসের পথে গাজার জনজীবন। প্রতিদিনই নেতানিয়াহুর সেনাদের আক্রমণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামাস নিধনের নামে ইসরাইলি বাহিনী চালাচ্ছে ভয়ংকর দমন-পীড়ন। এই হামলা শুধু যোদ্ধাদের টার্গেট করছে না, বরং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ নিরীহ বাসিন্দাদেরও শিকার করছে।

সাম্প্রতিক হামলায় পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। কোনোমতে টিকে থাকা কয়েকটি হাসপাতালের মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু শুক্রবার ইসরাইলি বাহিনী এই হাসপাতালটিতে ভয়াবহ হামলা চালিয়ে তা কার্যত ধ্বংস করে দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হাসপাতালটিতে হামলা চালানোর পর আগুন লাগিয়ে দেয় ইসরাইলি বাহিনী। হামাস সদস্যদের টার্গেট করার অজুহাতে এই বর্বরতা চালানো হয়েছে। এরপর হাসপাতালের পরিচালকসহ ১০ জনেরও বেশি কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্যকেন্দ্রটি কার্যত অচল হয়ে গেছে। হামলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। দিনভর চলা এই আক্রমণে গাজার সাধারণ মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।

গাজায় এই হামলার মধ্যেই ইয়েমেনের রাজধানী সানায় যৌথ বিমান হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ইসরাইলি বাহিনীর এই ধরনের হামলা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। গাজার সাধারণ মানুষকে সহায়তা করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert